রেক্টরের বাণী

শুভেচ্ছা বক্তব্য

“সকলের মোরা নয়ন ফুটাই,আলো জ্বালি সব প্রাণে

নব নব পথ চলিতে শেখাই জীবনের সন্ধানে।”

জ্ঞানের আলো প্রজ্জ্বলন এবং সুন্দর ও সত্যের পথে জীবনাদর্শ গঠন-এই মন্ত্রে দীক্ষিত হয়েই আমাদের শুভযাত্রা।শৈশব থেকেই শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে লেখা-পগারর পাশাপশি নিয়ম-শৃঙ্খলা, শরীরচর্চা,ক্রীড়া, সাহিত্য,সংস্কৃতি এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে মেধা ও মননের সম্ভাবনা বিকাশের লক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবা আর সত্য,সুন্দর সাম্যের ভিত্তিতে দেশমাতৃকার সেবায় আত্ম-নিবেদনের জন্য ময়মনসিংহ শহরে ১৯৫৯ সনে শিশু-কিশোর কল্যাণ সংগঠন মুকুল ফৌজের জন্ম।

বিস্তারিত পড়ুন……….

 

প্রধান শিক্ষকের বাণী

শুভেচ্ছা বক্তব্য

“জন্মিলেই শুধু হয় না মানব; মানুষ করে যে শিক্ষা

বিদ্যায়তন খুলিয়া আমরা দেই যে প্রাণের দীক্ষা।”

শিক্ষার প্রধান উদ্দেশ্য কোমলমতি শিশু-কিশোরদের চরিত্র গঠন করা। শিক্ষাই আমাদের অন্তরচোখ খুলে মনুষ্যত্বের বিকাশ সাধন করে। বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জবিনের কর্তব্যপথ দেখিয়ে দিয়ে তাদের যোগ্য,দৃষ্টিসম্পন্ন,কর্তব্যপরায়ণ,চরিত্রবান, আত্ননির্ভরশীল, বিনয়ী ও সৎসাহসী করে গড়ে তুলবে। আদর্শ বাস্তবায়নেই এগিয়ে যাচ্ছে আমাদের মুকুল নিকেতন। মুকুল কলিদের পূর্ণঙ্গ পুষ্পে রূপান্তরিত করার লক্ষে পুঁথিগত বিদ্যার পাশাপশি এখানে রয়েছে শৃংখলা,নিয়মানুবর্তিতা, শরীরচর্চা, ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড। সর্বোপরি প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠার জন্য কঠুর অনুশীলন।

বিস্তারিত পড়ুন……….

 

 

সভাপতির বাণী

শুভেচ্ছা বাণী

বাংলাদেশের শিক্ষাঙ্গনে মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে মুকুল নিকেতন নিজেদের নিষ্ঠা-আন্তরিকতা-অধ্যবসায় আ নিরলস চর্চায় দেশের অগ্রগণ্য প্রতিষ্ঠানহিসেবে ইতোমধ্যেই সর্বমহলে স্বীকৃতি লাভ করেছে।আমাদের শিক্ষ-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টাই আমাদের এবং ময়মনসিংহবাসীর জন্য এ সম্মান বয়ে এনেছে বলে আমার বিশ্বাস। মুকুল নিকেতনের সহশিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক কার্যক্রম আমাদের প্রাপ্তির মুকুটে বাড়তি পালকের দ্যুতি যোগ করেছে।অজস্র প্রাপ্তির দ্যুতিতে আমরা গৌরবান্বিত হলেও দেশ-জাতি ও সমাজের কাছে নিজেদের অঙ্গিকার এবং দায়বদ্ধতাকে কখনোই আমরা বিস্মৃত হইনি; যে কারণে বারবার নিজেদের প্রতিটি অর্জনকে অতিক্রমনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টিতে সচেষ্ট থেকেছি আমরা।

বিস্তারিত পড়ুন……….

 

এক নজরে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়

  • প্রতিষ্ঠাকাল : ১ জানুয়ারী ১৯৭০ সন।
  • স্থান : ১০, মহারাজা রোড,সদর,ময়মনসিংহ।
  • প্রতিষ্ঠাতা সংগঠন : ময়মনসিংহ জেলা মুকুল ফৌজ।
  • মুখ্য ব্যক্তিত্ব্য : জনাব আমীর আহাম্মদ চৌধুরী রতন, তৎকালনি সচিব প্রধান,মুকুল ফৌজ ও সাবেক প্রধান শিক্ষক,মুকুল নিকেতন।
  • প্রতিষ্ঠাকালীন শ্রেণী সংখ্যা : ২টি (১ম ও ২য়)
  • এ শিক্ষার্থী সংখ্যা : ৪২ জন। সম্পূর্ণ অবৈতনিক।
  • ঐ শিক্ষক সংখ্যা : ৫ জন। অবৈতনিক ও অপেশাদার।
  • ঐ কর্মচারি সংখ্যা : ১ জন।
  • ঐ অবকাঠামো : ১টি ৪০ ফুট × ১২ ফুট পরিসরের দোচালা টিনের ঘর।
  • ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বিদ্যালয়ের একমাত্র ঘরটি ধ্বংসপ্রাপ্ত হয় যা’ ১৯৭২ সনের ফেব্রুয়ারি মাসে মেরামত করা হয় এবং বিদ্যালয় পরিচালনার জন্য মাসিক ৫০ (পঞ্চাশ) পয়সা হারে শিক্ষর্থীদের বেতন ধার্য করা হয়।

বিস্তারিত জানুন …………

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী