বিদ্যালয়ে নিয়মিতভাবে জাতীয় অনুষ্ঠানাদি যথাযথ ভাবগিম্ভীর্য পরিবেশ ও মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে। শহীদ দিবস,স্বাধীনতা দিবস,বাংলা নববর্ষ,বিজয় দিবস ইত্যাদি জাতীয় অনুষ্ঠান প্রতি বছর শিক্ষ-শিক্ষার্থীর অংশগ্রহণে এবং বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে উদযাপিত হয়।
এছাড়া বার্ষিক মিলাদ ও সরস্বতী পূজা আনন্দঘন পরিবেশে নিয়মিত আয়োজিত হয়ে থাকে। রবীন্দ্র ও নজরুল জন্ম-জয়ন্তী উপলক্ষে প্রতি বছর আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, প্রতি বছর জাতয়ি পর্যায়ে ত্রিশালে নজরুল জন্ম-জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় জেলা প্রশাসন কর্তৃক ৩ (তিন) দিন ব্যাপী যে অনুষ্ঠানমালর আয়োজন করা হয়-এতে মুকুল নিকেতনের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। এবং গত কয়েক বছর যাবৎ দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় সংগঠনের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মুকুল ফৌজ-মুকুল নিকেতন পরিবেশিত সাংস্কৃতিক আলেখ্য প্রথম স্থান অধিকার করে।