প্রত্যেক শ্রেণির প্রত্যেক শাখায় একজন শ্রেণি-শিক্ষক আছেন। শ্রেণি-শিক্ষক,প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রশাসনিক দায়িত্ব পালন ছাড়াও ঐ শাখার শৃঙ্খলা ,পরিস্কার-পরিচ্ছন্নতা, উপস্থিতি,পোশাক-পরিচ্চদ,ছাত্র-ছাত্রীদের নখ,চুল উত্যাদির প্রতিও লক্ষ্য রাখেন।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য শ্রেণিসমূহের প্রতি শাখায় একজন করে অধিনায়ক,একজন সহ-অধিনায়ক ও ছাত্র-ছাত্রীরা সংখ্যা অনুযায়ী একাধিক উপ-অধিনায়ক রয়েছে।
অধিনায়কগণ তাদের আওতাধীন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি,শ্রেণিতে আচরণ,নিয়ম-শৃঙ্খলা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখে এবং সংরক্ষিত ডায়রিতে তা’ লিপিবদ্ধ করে থাকে।
উল্লেখ থাকে যে, প্রতি বছর নির্বাচনী পরীক্ষার পর শিক্ষক/শিক্ষিকাগণ এস.এস.সি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে লেখাপড়ায় সহযোগিতা ও তদারক করে থাকেন।
লিঙ্গ ভিত্তিক শিক্ষার্থীর তথ্য (প্রভাতী ও দিবা পর্ব)
ক্রম | শ্রেণি | ছাত্র | ছাত্রী | সর্বমোট |
১ | প্রাক্ প্রাথমিক | ৬০ | ৩০ | ৯০ |
২ | ১ম | ৫৫ | ৩২ | ৮৭ |
৩ | ২য় | ৮০ | ৫২ | ১৩২ |
৪ | ৩য় | ৯৪ | ৫৮ | ১৫২ |
৫ | ৪র্থ | ১১৩ | ৭০ | ১৮৩ |
৬ | ৫ম | ১১৫ | ৭৭ | ১৯২ |
৭ | ৬ষ্ঠ | ৩০০ | ১৩৩ | ৪৩৩ |
৮ | ৭ম | ৩৬৭ | ১৪৭ | ৫১৪ |
৯ | ৮ম | ৩৩৫ | ১৩৭ | ৪৭২ |
১০ | ৯ম | ৪২৪ | ১৫২ | ৫৭৬ |
১১ | ১০ম | ৩৭৯ | ১৪৫ | ৫২৪ |
সর্বমোট- | ২৩২২ | ১০৩৩ | ৩৩৫৫ |