“আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতী উপহার দেব”

ফ্রান্সের সম্রাট ও বীর সেনানায়ক জেনারেল নেপোলিয়ান বোনাপার্টে (১৭৬৯-১৮২১) একথা বলেছিলেন, কারণ মা-ই হচ্ছে সন্তানের আসল শিক্ষক। জন্মের পর থেকে মা সন্তানকে মায়া-মমতা দিয়ে বুকে আগলে রাখে। সন্তান সুশিক্ষা গ্রহণ করে মানুষ হয়ে উঠতে থাকে। মা সন্তানের মুষ দেখে তার মনের কথা বুঝতে পারে। মেধাবী ও আদর্শ ছাত্র গড়ে তোলার জন্য তাই বিদ্যালয়ে নিয়মিত অনুষ্ঠিত হয় ‘মা’ দিবশ।

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী