নির্ধরিত পঠ্যসূচির পাশাপশি ছাত্র-ছত্রীদেরকে সহ-পঠ্যক্রমিক বিষয়ে যোগ্য করে গড়ে তোলার জন্য। সুযোগ্য শিক্ষ-শিক্ষিকা দ্বারা ছাত্র-ছাত্রীদেরকে সঙ্গীত,নৃত্য,নাটক,তবলা,আবৃত্তি,অভিনয়,বিতর্ক,সাহিত্য,চিত্রাংকন,সূচিশিল্প,মাটির কাজ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয় হয়। মুকুল নিকেতনের ছত্র-ছাত্রীরা বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে আসছে।

বিভিন্ন জাতীয় দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম এবং জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকল সাংস্কুতিক অনুষ্ঠানে অংশগ্রহহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করে আসছে। জাতীয়ভাবে আয়োজিত ত্রিশালে নজরুল জন্ম জয়ন্তীতে,বিভিন্ন নাট্য উৎসবে,টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ সরকারের সার্বিক সাক্ষরতা আন্দোলনে গণশিক্ষা ভিত্তিক ‘জাগ্রত মযমনসিংহ’ কার্যক্রম অংশগ্রহণ করে গ্রামে-গঞ্জে শিক্ষামূলক ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান জারী গান, পুঁথি পাঠ, গাইনের গীত-নৃত্যানুষ্ঠান পরিবেশন করে মুকুল নিকেতন সাংস্কৃতিক দল ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী