মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সংগঠন ময়মনসিংহ জেলা মুকুল ফৌজ ১৯৫৯ সন থেকে শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। শিশুদের শারীরিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক মেধা বিকাশের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং অনুষ্ঠানের আয়োজন ইত্যাদির মাধ্যমে শিশুদের উৎসাহিত করার জন্য পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনহ হওয়ার পর এই কার্জক্রম অব্যাহত থাকে। মুকুল নিকেতনের শিক্ষার্থীদের মেধা বিকাশ তথা সংস্কৃতি চর্চা ও অনুশীলনের উদ্দেশ্যে ১৯৯০ সনে মুকুল ফৌজ সাংস্কৃতিক একাডেমির যাত্রা শুরু হয়। বর্তমানে এই একাডেমিতে সঙ্গীত,নৃত্য,চিত্রাঙ্কন,তবলা,গীটার,আবৃত্তি,অভিনয়,সাহিত্য ইত্যাদি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়। প্রতি বৃহস্পতিবার বিকালে এবং শুক্রবার সকালে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ প্রশিক্ষকগণ হাতে-কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী