শুভেচ্ছা বক্তব্য

“সকলের মোরা নয়ন ফুটাই,আলো জ্বালি সব প্রাণে

নব নব পথ চলিতে শেখাই জীবনের সন্ধানে।”

জ্ঞানের আলো প্রজ্জ্বলন এবং সুন্দর ও সত্যের পথে জীবনাদর্শ গঠন-এই মন্ত্রে দীক্ষিত হয়েই আমাদের শুভযাত্রা। শৈশব থেকেই শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে লেখা-পগারর পাশাপশি নিয়ম-শৃঙ্খলা,শরীরচর্চা,ক্রীড়া,সাহিত্য,সংস্কৃতি এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে মেধা ও মননের সম্ভাবনা বিকাশের লক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবা আর সত্য,সুন্দর সাম্যের ভিত্তিতে দেশমাতৃকার সেবায় আত্ম-নিবেদনের জন্য ময়মনসিংহ শহরে ১৯৫৯ সনে শিশু-কিশোর কল্যাণ সংগঠন মুকুল ফৌজের জন্ম। আত্মপ্রকাশের একযুগ পর সমাজের দারিদ্র,বঞ্চিত ও অনগ্রসর শ্রেণির শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ১৯৭০ সনে মুকুল ফৌজ কর্তৃক প্রতিষ্ঠিত হয় মুকুল নিকেতনের। অপরিসীম ধৈর্য,অনুকরণীয় শৃঙ্খলা আর ঐকান্তিক প্রচেষ্টায়সেদিনের সেই ক্ষুদ্র পরিসর ,স্বল্প ব্যাপ্তি আজ পরিণত হয়েছে বিশাল অবকাঠামো আর বিপুল লোকারণ্যে।

 

টিনের চালাঘর থেকে যে বিশাল অট্রালিকা,তা’ আজ স্বপনের মত মনে হলেও,অবর্ণনীয় সীমাবদ্ধতার মাধ্যে থেকেও আমাদের আকাশ ছোঁয়া পরিকল্পনা পরম করুণাময় আর সকলের সহতায় তিল তিল করে পূরণ করতে আমরা সক্ষম হয়েছি। এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে দক্ষতা,দূরদর্শিতা,সততা এবং শতভাগ নিষ্ঠার দ্বারা। সর্বোপরি নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী,কমচারি,শিক্ষার্থী এবং অভিভাবকমন্ডলীর আন্তরিক সহযোগিতা এই সাফল্যের অন্যতম কারণ। দীর্ঘ তিন যুগের ব্যবধানে নির্মিত এই পরিকাঠামো আর প্রায় চার যুগ ধরে চলমান এই বিদ্যালয় আজ বৃহত্তর ময়মনসিংহ তথা দেশের অন্যতম প্রধান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই পথ পরিক্রমা নিরবিচ্ছিন্নভাবে নিস্কন্টক ছিল না। আমরা কখনই লক্ষ্যচ্যুত হইনি’।বাধা-বিপত্তি স্বত্বেও শিক্ষার্থীদের লেখা-পড়া,খেলাধুলা,সাংস্কৃতিক চর্চা অব্যাহত ছিল, যার কারণে বিদ্যালয়ের পাবলিক পরীক্ষাসমূহের ফলাফল বরাবরই সন্তোষজনক।

 

বিদ্যালয়ের সাম্প্রতিক নূতন ম্যানেজিং কমিটি ঘঠিত হয়েছে। নূতন পরিষদের আগ্রহ,উদ্দীপনা আর তৎপরতা অদূর ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতায় আরও অফনেক ইতিবাচক বিষয় সংযোজনে সক্ষম হবে বলে আমাদের সকলের বিশ্বাস। বিশেষ করে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আমিনুল হক তাঁর ব্যক্তিগত ব্যস্ততা স্বত্বেও বিদ্যালয়ের প্রয়োজনে সময় দিতে কার্পন্য করছেন না, য’ এই শিক্ষায়তনের জন্য বিরাট প্রাপ্তি।

 

আমি আশা করি, যে লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে মুকুল ফৌজ সংগঠনটি মুকুল নিকেতন বিদ্যায়তনের যে মহান কার্যক্রমের সূচনা করেছিল, তা’ সকলের সহযোগিতা আর শুভ কামনায় একদিন সর্বাঙ্গীন পূর্ণতা পাবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ শিক্ষা-সাহিত্য-শিল্প, প্রশাসন-চিকিৎসা-প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মুকুল নিকেতন চিরজীবী হোক

 

আমীর আহাম্মদ চৌধুরী রতন

রেক্টর

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়,ময়মনসিংহ।

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী