• ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় স্কাউট দল বিভিন্ন স্থানে ত্রাণকার্য পরিচালনা।
  • ১৯৮৯ সনে ৪র্থ বাংলাদেশ জাতীয় স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ করে প্রশংসা অর্জন।
  • ১৯৯৪ সনে মৌচাকে অনুষ্ঠিত জাতীয় স্কাউট জাম্বুরীতে সাফল্যের সাথে অংশগ্রহণ।
  • ১৯৯৮ সনের দীর্ঘস্থায়ী ও প্রলয়ংকারী বন্যায় ময়মনসিংহ শহরে ট্রাফিক নিয়ত্রণ ও বিভিন্ন স্থোনে ত্রাণ-কার্য পরিচালনা।
  • ১৯৯৮ সনে জেলার শ্রেষ্ঠ স্কাউট দল হিসাবে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার লাভ।
  • ১৯৯৮ সনে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্খকের সম্মান লাভ।
  • ১৯৯৯ সনে মৌচাকে অনুষ্ঠিত জাতীয় স্কাউট জাম্বুরীতে মেয়েদের ১টি স্কাউট দল ও ছেলেদের ২টি স্কাউট দলের কৃতিত্বের সাথে অংশগ্রহণ।
  • ২০০০ সনে ফেব্রুয়ারি মাসে মৌচাকে অনুষ্ঠিত ২য় কাব ক্যাম্পুরীতে কৃতিত্বের সাথে অংশগ্রহণ।
  • ২০০০ সনে ১৯ জানুয়ারি হতে ৪ মার্চ পর্যন্ত ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও কাতলাসেনের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান যৌথ ও.আর.টি প্রজেক্টে সাফল্যের সাথে দায়িত্ব পালন।
  • ২০০০ সনে ৫ অক্টোবর ঢাকাস্থ ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত শাপলা কাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সম্মুখে কাব দলের নৃত্য পরিবেশন এবং প্রশংসা অজরন।
  • ২০০১ সনে মৌচাকে অনুষ্ঠিত ৩য় এ্যাগোনারী সমাবেশে সাফল্যের সাথে অংশগ্রহণ।
  • ২০০১ সনে ২৭ মে বিটিভিতে শিশু শ্রমের উপর অনুষ্ঠিত ‘অগ্রদূত’ অনুষ্ঠানে নাটক পরিবেশন।
  • ২০০১ সনে স্কাউটিং-এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোঃ সাজ্জাদুল ইসলাম এর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ২০০০ লাভ।
  • ২০০৪ সনে ১ম জাতীয় সৃজণী স্কাউট ক্যাম্প ও ২০০৫ সনে ২য় জাতীয় সৃজনী স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করে ১ম স্থান লাভ।
  • ২০১২ সনে বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোঃ আবু আল সাঈদ কর্তৃক স্কাউটিং-এ সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্ট অ্যাওয়র্ড’ অর্জন। ৩০ জুলাই ২০১৩ তারিখ বঙ্গভবনে আয়োজিত রাস্ট্রীয় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে পুরস্কার লাভ।
  • ২০১৩ সনে স্কাউটিংয়ের জনক লর্ড বেডেন পাওয়েল এর জন্ম-বার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ে আয়োচিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যথাক্রমে ১ম ও ২য় স্থান অর্জন।
  • ২০১৩ ও ২০১৪ সনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস,২০ জুন বিশ্ব যক্ষ্ণা প্রতিরোধ দিবস, ৩০ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস এবং ২০১৩ সনের ১৬ ডিসেম্বর জাতীয় ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রভাতফেরী,কুচকাওয়াজ,র‌্যালী,আলোচনা সভায় অংশগ্রহণ এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন।

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী