বিদ্যালয়ে ফুটবল,ক্রিকেট,হকি,ভলিবল,বাস্কেটবল,হ্যান্ডবল ইত্যাদি খেলাধূলার ব্যবস্থা রয়েছে।উল্লেখযোগ্য অর্জনসমূহ নিন্মে বর্ণিত হল।

  • ১৯৮৮ সনে নির্মাণ স্কুল ক্রিকেট জাতীয় প্রতিযোগিতায় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন।
  • ১৯৮৯ সনে নির্মাণ স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় বি.কে.এস.পি-কে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
  • ১৯৯০ সনে ভলিবল প্রতিযোগিতায় বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়।
  • ১৯৯০ সনে ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারতের রাঁচি ক্রিকেট কোচিং সেন্টার একাদশের বিরুদ্ধে বিদ্যালয় কৃতিত্বপূর্ণ জয়লাভ করে।
  • ২০০১ সনে চট্রগ্রামে অনুষিঠত আন্তঃস্কুল –মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ক্রিকেট জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
  • ২০০৮ সনে শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
  • ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে বিদ্যালয়ের ছাত্র আল-আমিন কর্তৃক শীতকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিয়োগিতায় ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে ১ম স্থান অর্জন।
  • ক্রিকেট ২০১২-২০১৩ মৌসুমে শীতকালীন জাতীয় স্কুল প্রতিযোগিতায় সদর উপজেলা রানার্স-আপ।
  • ২০১৩ সনে বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র পিনাক ঘোষ এর অনুর্ধ্ব-১৬ জাতয়ি ক্রিকেট দলে স্থান লাভ।
  • ২০১৩ সনে বাংলাদেশ ক্রিকট বোর্ড আয়োজিত ও পরিচালিত ‘ইয়াং টাইগারস্ ক্রিকেট টুর্ণামেন্ট : ২০১৩’ প্রতিযোগিতায় মুকুল নিকেতন ক্রিকেট দল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
  • জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২০১৪ আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ (ছাত্রী) উপ-অঞ্চলে রানার্স-আপ।

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী