প্রত্যেক শ্রেণির প্রত্যেক শাখায় একজন শ্রেণি-শিক্ষক আছেন। শ্রেণি-শিক্ষক,প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রশাসনিক দায়িত্ব পালন ছাড়াও ঐ শাখার শৃঙ্খলা ,পরিস্কার-পরিচ্ছন্নতা, উপস্থিতি,পোশাক-পরিচ্চদ,ছাত্র-ছাত্রীদের নখ,চুল উত্যাদির প্রতিও লক্ষ্য রাখেন।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য শ্রেণিসমূহের প্রতি শাখায় একজন করে অধিনায়ক,একজন সহ-অধিনায়ক ও ছাত্র-ছাত্রীরা সংখ্যা অনুযায়ী একাধিক উপ-অধিনায়ক রয়েছে।

অধিনায়কগণ তাদের আওতাধীন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি,শ্রেণিতে আচরণ,নিয়ম-শৃঙ্খলা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখে এবং সংরক্ষিত ডায়রিতে তা’ লিপিবদ্ধ করে থাকে।

উল্লেখ থাকে যে, প্রতি বছর নির্বাচনী পরীক্ষার পর শিক্ষক/শিক্ষিকাগণ এস.এস.সি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে লেখাপড়ায় সহযোগিতা ও তদারক করে থাকেন।

 

লিঙ্গ ভিত্তিক শিক্ষার্থীর তথ্য (প্রভাতী ও দিবা পর্ব) 

ক্রমশ্রেণি ছাত্রছাত্রী সর্বমোট
প্রাক্‌ প্রাথমিক৬০৩০৯০
১ম৫৫ ৩২ ৮৭
২য়৮০ ৫২ ১৩২
৩য়৯৪ ৫৮ ১৫২
৪র্থ১১৩ ৭০ ১৮৩
৫ম১১৫ ৭৭ ১৯২
৬ষ্ঠ৩০০ ১৩৩ ৪৩৩
৭ম৩৬৭ ১৪৭ ৫১৪
৮ম৩৩৫ ১৩৭ ৪৭২
১০৯ম৪২৪ ১৫২ ৫৭৬
১১১০ম৩৭৯ ১৪৫ ৫২৪
সর্বমোট-২৩২২১০৩৩৩৩৫৫

যোগাযোগ

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়
১০, মহারাজা রোড,ময়মনসিংহ
ফোন : ০৯১-৬৭৪৯৬
মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩৩

ভিডিও গ্যালারী

ফটো গ্যালারী