বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম চালু রয়েছে। ছাত্র-ছাত্রীদেরকে স্বনির্ভর এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য দীক্ষিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ। এখানে রয়েছে ২টি স্কাউট দুল,২টি কাব দল,১টি গার্লস-ইন-স্কাউটিং দল, ১টি চৌকষ ক্যাডেট দল ও ১টি রেড ক্রিসেন্ট দল।
সর্ব শেষ
- »২০২৩ ও ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণির ( ২০২৫ সালে যথাক্রমে ৮ম ও ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও বিভিন্ন সংশোধন এবং অনলাইন টিসির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।
- »২০২৪ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ( eSIF পূরণের মাধ্যমে ) রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি ও রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ভুলতথ্য সংশোধন প্রসঙ্গে ।
- »২০২৪ সালের নবম শ্রেণির ( ২০২৫ সালে দশম শ্রেণির শিক্ষার্থী ) বয়সজনিত/বিবিধ কারণে বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে ( eSIF পূরণের মাধ্যমে ) বিলম্ব ফি-সহ রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।
- »ওয়েবসাইটের কার্যক্রম চলমান
- »নির্বাচনী পরীক্ষা-২০২৩