বিদ্যলয়ে একজন সিনিয়র শিক্ষিকা পাঠাগারটি পরিচালনার দায়িত্বে আছেন। পাঠাগার তেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত বিই বিতরণ এবং সংগ্রহ করা হয়ে থাকে। অবসর সময়ে বিদ্যালয়ের ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রবৃন্দ পাঠাগারে এসে বই,সংবাদপত্র ইত্যাদি পাঠ করে। বিভিন্ন ধরণের পুস্তকে সমৃদ্ধ পাঠাগারটিতে বর্তমানে প্র ৪০০০ (চার হাজার) বই রয়েছে।
সর্ব শেষ
- »২০২৩ ও ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণির ( ২০২৫ সালে যথাক্রমে ৮ম ও ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও বিভিন্ন সংশোধন এবং অনলাইন টিসির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।
- »২০২৪ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ( eSIF পূরণের মাধ্যমে ) রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি ও রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ভুলতথ্য সংশোধন প্রসঙ্গে ।
- »২০২৪ সালের নবম শ্রেণির ( ২০২৫ সালে দশম শ্রেণির শিক্ষার্থী ) বয়সজনিত/বিবিধ কারণে বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে ( eSIF পূরণের মাধ্যমে ) বিলম্ব ফি-সহ রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।
- »ওয়েবসাইটের কার্যক্রম চলমান
- »নির্বাচনী পরীক্ষা-২০২৩